কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন জাবি অধ্যাপক

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ১১:৪৬ এএম কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন জাবি অধ্যাপক
অধ্যাপক শফিক-উর রহমান ● সংগৃহীত

জাবি সংবাদদাতা ।।

কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক-উর রহমান।

গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ডে এ ভূষিত হয়েছেন তিনি।

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন ইন ইউকে এবং টেইলর ফ্রান্সিস গ্রুপ যৌথভাবে এই পুরস্কার প্রদান করে।

অধ্যাপক শফিক-উর-রহমান পাব্লিক বাইক শেয়ারিং স্কিমের ওপরে গবেষণা করে এ অ্যাওয়ার্ডে ভূষিত হন।

বৃহষ্পতিবার (৩০ সেপ্টেম্বর) অধ্যাপক শফিক-উর রহমান এ তথ্য জানান।

অধ্যাপক শফিক-উর রহমান বলেন, ‘প্রতি বছর একজনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। দুইটি ভাগে এই অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে, একটি রিসার্চ ইম্প্যাক্ট আরেকটি রিসার্চ দিসসেমিনেশন’র ওপর। আমার গবেষণার মূল বিষয় ছিল-পাবলিক বাইক শেয়ারিং স্কিম নিয়ে। বাংলাদেশে প্রথম বাইক শেয়ারিং চালু করেছিলো জো বাইক, কক্সবাজারে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে আরও ৫টি জায়গায় চালু হয়েছিল। জো বাইক ছিল সাইকেল নিয়ে, কিন্তু বাইক শেয়ারিং সার্ভিস বাংলাদেশে চালু করা হলে এটি কতটুকু কার্যকর হতে পারে এটিই ছিল গবেষণার অংশ।

গ্লোবাল এই অ্যাওয়ার্ড কাজের প্রতি স্পৃহা, সাধনা বাড়িয়ে বেবে বলেও মনে করেন এ অধ্যাপক।

এর আগেও অধ্যাপক শফিক রহমান ২০১৭ সালে কমনওয়েলথ ফেলো এবং ২০০৯ সালে কমনওয়েলথ স্কলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

জাগরণ/এমএ