নতুন বছরের প্রথম দিনে বই উৎসব নিয়ে শঙ্কা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১২:১৩ এএম নতুন বছরের প্রথম দিনে বই উৎসব নিয়ে শঙ্কা
ফাইল ছবি

এক দশকের বেশি সময় ধরে ইংরেজি নববর্ষের প্রথমদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন বই হাতে তুলে দেয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সরকার। তবে আগামী বছরের প্রথমদিন বই দেয়া নিয়ে অশ্চিয়তা দেখা দিয়েছে।

মুদ্রনশিল্প সমিতি বলছে,  প্রাক-প্রাথমিকের প্রায় ৭০ লাখ শিক্ষার্থীর বই ছাপার কাজ এখনও শুরু হয়নি। পুনরায় দরপত্রের কারণে অর্থ সাশ্রয় হলেও মাধ্যমিকের বই ছাপাতে জানুয়ারী মাস পার হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, ‘বই দিতে জটিলতা হবে না।’ 

এনসিটিবির নির্দেশ মত চুক্তির পর ৬ষ্ঠ আর সপ্তম শ্রেণির ৭০ দিন আর অষ্টম নবম শ্রেণির ৮৪ দিনের হিসেবেও বই দিতে দেরি হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডর দাবি, সময়ের মধ্যে বই দিতে জটিলতা হবে না। প্রাথমিকের প্রায় ১০ কোটি আর মাধ্যমিকের ২৫ কোটি ঠিক সময়ে ।

আসছে বছরেই নতুন কারিকুলামের পাইলটিং হচ্ছে। প্রাথমিক আর মাধ্যমিকে একশ করে মোট দুইশো প্রতিষ্ঠান পাইলটিং এর আওতায় আসবে। পাইলটিং-এর বই কম, তাই ছাপানো নিয়ে জটিলতা হবে না বলেও জানান চেয়ারম্যান। 

জাগরণ/এমএ