ঢাবিতে আসন সংখ্যা পুনর্বিন্যাসের সুপারিশ

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১২:৫৯ এএম ঢাবিতে আসন সংখ্যা পুনর্বিন্যাসের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়। তবে এ সুপারিশের বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে নতুন আসন সংখ্যা কার্যকর হতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অবকাঠামো সুবিধার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হবে। অর্থাৎ কোনও কোনও বিভাগ এবং ইনস্টিটিউটে এখন যে আসন আছে তা কমতে পারে। আবার কোনও কোনও ক্ষেত্রে বাড়তেও পারে৷

১৯২১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও অবকাঠামো সুবিধা সে হারে বাড়েনি। এতে আবাসন সংকটসহ নানা সংকট তৈরি হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সমস্যা সমাধানে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

জাগরণ/এসএসকে