রাজশাহী-৪ আসনে মিটে গেলো  বিভেদ, নৌকাকে জেতাতে শপথ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৮, ০৭:৩৫ পিএম রাজশাহী-৪ আসনে মিটে গেলো  বিভেদ, নৌকাকে জেতাতে শপথ
বিভেদ ভুলে এক হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধ মিটে গেছে। বিভেদ ভুলে এক হয়ে এখন নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন। 

নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পান টানা দুই বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাগমারার ভবানীগঞ্জের একটি কোচিং সেন্টারে দলীয় সভা দলকে বিজয়ীর করার আহবান জানান জাকিরুল ইসলাম সান্টু।সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। 

এ সময় আবুল কালাম আজাদ,আবদুল মালেক মণ্ডল, আহসান হাবিব, গোলাম সারওয়ার আবুল, সিরাজ উদ্দীন সুরুজ, আবুল হোসেন,মকবুল হোসেন মৃধাসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সান্টু ও কালামসহ দলীয় নেতারা এনামুল হককে ফুলের নৌকা উপহার দেন। হাতে হাত ধরে নৌকার বিজয়ের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

প্রার্থী এনামুল হক বলেন,রাজনীতি করতে হলে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

ভেদাভেদ ভুলে সব নেতা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি। 

এসএমএম