৩২৫ কিলোমিটার পথ হেঁটে ব্যাপক সাড়া পেয়েছি : তাবিথ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০২:০১ পিএম ৩২৫ কিলোমিটার পথ হেঁটে ব্যাপক সাড়া পেয়েছি : তাবিথ

ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের ৫৪টি ওয়া‌র্ডে প্রায় ৩২৫ কি‌লো‌মিটা‌রের বে‌শি পথ হে‌ঁটে গণসং‌যো‌গে ব্যাপক সাড়া পাওয়ার কথা জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। বৃহস্প‌তিবার পৌ‌নে ১২টায় রা‌য়ের বাজার প্রেম তলা এলাকা থে‌কে গণসং‌যোগ শুরুর আ‌গে এক পথ সভায় তি‌নি একথা ব‌লেন। 

তা‌বিথ আউয়াল ব‌লেন, প্রচারনায় সময় জনগ‌ণের কা‌ছে গি‌য়ে‌ছি। গণসং‌যো‌গে ব্যাপক গণজোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আমা‌দের প্র‌তিপক্ষরা গণ‌জোয়ার দে‌খে হামলা কর‌ছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হ‌য়ে‌ছেন।

‌তি‌নি ব‌লেন, সরকার দলীয় সমর্থকরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে, জনগণকে ভোটের মাধ্যমে এর জবাব দেয়ার আহ্বান জানাচ্ছি। জনগণের স্বতস্ফুর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবেন। আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাসের দৃশ্যমান পদ‌ক্ষেপ দেখ‌তে চাই।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি ড. এমাজ উ‌দ্দিন আহ‌মেদ ব‌লেন, এই ধা‌নের শীষ খা‌লেদা জিয়া, তা‌রেক রহমা‌ন ও জনগ‌ণের ধা‌নের শীষ। আপনারা তা‌বিথ আউয়াল‌কে ভোট দি‌য়ে জয় যুক্ত করুন। 

তরুন প্রজ‌ন্মের প্র‌তি আহবান জা‌নি‌য়ে এই শিক্ষাবিদ ব‌লেন, এখন তোমা‌দের সময়। তোমরা তোমা‌দের যোগ্য নেতা‌কে বে‌ছে নি‌বে। তা‌বিথ ধা‌নের শী‌ষের যোগ্য প্রার্থী। 
 
‌তি‌নি আরও ব‌লেন, আমরা যে জন্য দেশ স্বাধীন ক‌রে‌ছি তা এখন হা‌রি‌য়ে গে‌ছে। কথা বলার অধিকার নেই। স্বাধীন ভা‌বে চলাচ‌লের অধিকার নেই। কথা বলার অধিকার‌ আদায় কর‌তে হ‌বে।‌ আর আদায় কর‌তে হ‌লে আমার সন্তানতু্ল্য তা‌বিথ আউয়াল আমা‌দের যে দা‌য়িত্ব নি‌য়ে‌ছে, এই দা‌য়িত্ব সে যেন পাল‌ন কর‌তে পা‌রে। এজন্য ভোটার‌দের‌কে সু‌যোগ দি‌তে হ‌বে।

এসময় বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মো.মাসুম খান রা‌জেশ, ৩২ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএস/এমএইচবি