ময়মনসিংহের ১১ আসনের ৯টিতে আ.লীগ ২টিতে জাতীয় পার্টি জয়ী

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৮, ০৩:৪০ পিএম ময়মনসিংহের ১১ আসনের ৯টিতে আ.লীগ ২টিতে জাতীয় পার্টি জয়ী

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ময়মনসিংহের ১১টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা। এর মধ্যে আ. লীগ ৯টিতে এবং জাতীয় পার্টি ২টিতে জয়ী হয়েছেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং (আ.লীগ-নৌকা) ২ লাখ ৫৮ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল এইচ খান (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৮ ভোট ।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শরীফ আহমেদ (আ. লীগ-নৌকা) ২ লাখ ৯১ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. শাহ শহীদ সারোয়ার (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ৬২ হাজার ১৩৩ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নাজিম উদ্দিন আহামেদ (আ. লীগ-নৌকা) ১ লাখ ৫৯ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম ইকবাল হোসেইন (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২৪ হাজার ৯৩১ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে রওশন এরশাদ (মহাজোট-লাঙ্গল) ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ৭৫৩ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কেএম খালিদ বাবু (আ. লীগ-নৌকা) ২ লাখ ৩২ হাজার ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী   মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২২ হাজার ২০৩ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে মো. মোসলেম উদ্দিন (আ. লীগ-নৌকা) ২ লাখ ৪০ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী   শামছউদ্দিন আহমদ (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ৩২ হাজার ৩৩২ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মো. হাফেজ রুহুল আমিন মাদানী (আ. লীগ-নৌকা) ২ লাখ ০৪ হাজার ৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী  ডা. মাহবুবুর রহমান (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ৩৬ হাজার ৪০৮ ভোট।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ফখরুল ইমাম (মহাজোট-লাঙ্গল)  ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম-ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ০৬৩ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ. লীগ-নৌকা) ২ লাখ ২৭ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খুররম খান চৌধুরী (বিএনপি-ধানের শীষ) ২০ হাজার ৮৪৮ ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল (আ.লীগ-নৌকা) ২ লাখ ৮১ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মাহমুদ মোরশেদ (এলডিপি-ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ১৭৫ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ.লীগ-নৌকা) ২ লাখ ২২ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকরুদ্দিন আহমেদ (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২৬ হাজার ৮৯৬ ভোট।

এসসি/