‘পৌরসভা নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে’

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০, ১০:৩৭ পিএম ‘পৌরসভা নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে’

কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনের প্রথমধাপ সম্পন্ন হয়েছে সোমবার। এই ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে  ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর।  

সোমবার নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সচিব।

নির্বাচন সফল হয়েছে দাবি করে মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, “গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে।” 

খুলনার চালনা পৌরসভায় একজন প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মেয়র পদের ভোটের ফল স্থগিত করা হয় বলেও জানান ইসি সচিব।

আজকের ২৪ পৌরসভা নির্বাচনে মোট ১১৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীটা করেন। ৯৩ জন মেয়র পদে, ২৬৬ জন সংরক্ষিত কমিশনার পদে এবং সাধারণ কমিশনার পদে ৮০১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ভোটার ছিলো ৬,২৪,৮০৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ছিলো ৩,০৭,০৩৭ জন এবং নারী ভোটার ছিলো ৩,১৭,৭৭০ জন।