নির্বাচনে সহনশীল থাকার আহ্বান

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৯:১৮ এএম নির্বাচনে সহনশীল থাকার আহ্বান

আগামী পৌরসভা নির্বাচনে কোন রক্তপাত যেন না হয় এবং সংঘাতের পরিবেশ তৈরি না হয় সে বিষয়ে নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের সহনশীল আচরণ করার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “নির্বাচনে কোন রক্তপাত যেন না হয় এবং সংঘাতের পরিবেশ তৈরি না হয় সে বিষয়ে নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের সহনশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, নির্বাচন কমিশন সতর্ক আছে।“

সিইসি বলেন, “এপ্রিলের ৭ তারিখে আরেক দফা পৌরসভা নির্বাচন হবে। একইসঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। কয়টি পৌরসভা ও ইউপিতে ভোট করা যায় তা পর্যালোচনা করে ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে।“

“তবে রমজানে নির্বাচন হবে না। মার্চ মাসেও কোনো নির্বাচন করা সম্ভব হবে না। কারণ, আমাদের ভোটার তালিকা তৈরি করা, সেটা চূড়ান্ত করা, তালিকার সিডি করে প্রার্থীদের দিতে হবে; এ সব কাজে এক মাস সময় চলে যাবে।“

আগামী মে মাসের মাঝামাঝি সারাদেশে বড় পরিসরে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হতে পারে বলে জানান সিইসি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৪ জন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব। সোমা ইসলাম ও কাজী জেবেলের নেতৃত্বে দুই বছর দায়িত্ব পালন করবে আরএফইডির নতুন কমিটি।