আবার শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০১:০২ পিএম আবার শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

আগামী মাসে আবার শুরু হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’। এবার যিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হবেন তিনি ৬৯তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘মিস ওয়ার্ল্ড’ এর বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার অডিশন। নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশসেরা প্রতিযোগীকে খুঁজে পাঠানো হবে লন্ডনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আসরে।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় যোগ দিতে আগামী ২০ নভেম্বরের মধ্যে লন্ডন পৌঁছাতে হবে প্রতিযোগীদের। ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেল কনভেনশন সেন্টারে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর মাথায় সোনার মুকুট পরিয়ে দেবেন গত আসরের বিজয়ী ভেনেসা পঁসে দে লিওঁ। এছাড়া আগামী ২০২০ সালের ‘মিস ওয়ার্ল্ডে’র ৭০তম আসর বসবে থাইল্যান্ডে।

২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় জেসিয়া ইসলামকে চীনের সানাই শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ডে’র ৬৭তম আসরে পাঠানো হয়। পরের বছর ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। 

গত পর্বে বাংলাদেশের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন, মডেল শাবনাজ সাদিয়া ইমি ও ব্যারিস্টার ফারাবী। আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু। এবার বিচারক হিসেবে কারা থাকছেন তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান স্বপন চৌধুরী।

এসজে