দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০৬:৩০ পিএম দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই। আজ রোববার বিকালে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরণ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার (৮ আগস্ট) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক মাস ধরে বাড়িতেই চলছিল তার চিকিৎসা। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।


আলাউদ্দিন আলী এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

'গোলাপী এখন ট্রেনে', 'সুন্দরী', 'কসাই' এবং 'যোগাযোগ' চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আলাউদ্দিন আলী। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত 'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

এম