কবরীর অবস্থা স্থিতিশীল

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৫:১৭ পিএম কবরীর অবস্থা স্থিতিশীল

গত এক সপ্তাহ ধরে রাজধানীর রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানালেন তার ছেলে।

কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে জানান, তার মাকে এখনও আইসিইউতে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খাওয়া-দাওয়া, কথাবার্তা চালিয়ে যেতে পারছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণে কবরীর ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তোলার জন্য তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান শাকের।

ধীরে ধীরে কবরীর অবস্থা উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে শাকের বলেন, “অবস্থার উন্নতি ঘটলে শিগগিরই হয়তো তাকে কেবিনে নেওয়া হতে পারে। সবার কাছে দোয়া চাইছি।”

গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। কবরীর কিডনির জটিলতা ও শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।