পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২১, ১০:৩৬ এএম পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন। ওপার বাংলার চলচ্চিত্র জগতের খ্যাতিমান পরিচালক ছিলেন তিনি।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টার দিকে দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব। 

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যা ও কিডনির সমস্যায় ভুগছিলেন। 

১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনারা গ্রামে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব। তার বাবা রেলে চাকরি করতেন। ১২ বছরে হাওড়ার স্কুলজীবন শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতির অধ্যাপক হিসেবেই কর্মজীবন শুরু করেছিলেন। 

বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হলো দূরত্ব, নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, ফেরা, বাঘ বাহাদুর, তাহাদের কথা, চরাচর ইত্যাদি।

বুদ্ধদেবের মৃত্যুতে পরিচালক তরুণ মজুমদার বলেন, “খুবই বড় ক্ষতি। আমি হতবাক।”

পরিচালক গৌতম ঘোষ বলেন, “এই ভয়ংকর সময়ে এই খবরটা আরও মর্মান্তিক। আমরা একসঙ্গে স্বপ্ন দেখছিলাম। তার চলচ্চিত্র যাতে সংরক্ষিত হয় এই আবেদন জানাব।”