অনুষ্ঠান চলাকালে গায়কের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২২, ১২:৩৫ এএম অনুষ্ঠান চলাকালে গায়কের মৃত্যু
সংগৃহীত ছবি

কলকাতার নজরুল মঞ্চের এক সংগীতানুষ্ঠানে গান গাইতে এসেছিলেন বলিউডের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে।  কিন্তু গান আর গাওয়া হলো না তার।  নজরুল মঞ্চে অনুষ্ঠানচলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন কেকে। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বয়স হয়েছিলো ৫৪। 

 

গত ২দিন কলকাতার গুরুদাস মহাবিদ্যালয় সংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কলকাতায় ছিলেন তিনি। অনুষ্ঠান সেরে মধ্য কলকাতার গ্র্যান্ড হোটেলে ফেরেন।  সিড়িতে উঠার সময় ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তড়িঘড়ি কাকে দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের তরফে জানানো হয়  হাসপাতালে আনার আগেই মারা গিয়েছেন কেকে।

তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও  গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। কেকের ম্যানেজার জানিয়েছেন বুধবার (১ জুন) সকালে তার ছেলে এবং স্ত্রী কলকাতায় আসছেন। তারা আসার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলা ,হিন্দি ,মালায়ালাম,পাঞ্জাবি,মারাঠি সহ বহু ভাষায় গান করেছেন  কেকে। 

জাগরণ/বিনোদন/সঙ্গীত/এসএসকে