আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‌‘আদম’

বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ১২:১৬ এএম আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‌‘আদম’
ছবি ● সংগৃহীত

বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র পেলো আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘আদম’। এটি নির্মাণ করেছেন আবু তাওহীদ হিরণ। 

কয়েক বছর ধরে নানা চড়াই-উতরাই পেরোনোর পর ‘আদম’ এখন মুক্তির দ্বারপ্রান্তে। সেন্সর বোর্ড থেকেও পেয়ে গেছে সবুজ সঙ্কেত।

নির্মাতা আবু তাওহীদ হিরণ জানান, বুধবার (১৬ নভেম্বর) মিস বাংলাদেশ খ্যাত অভিনেত্রী ঐশী এবং ‘স্বপ্নজাল’ খ্যাত ইয়াশ রোহান অভিনীত ‘আদম’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। শুধু তাই নয়, বোর্ডের সদস্যরা সিনেমাটি নিয়ে ইতিবাচক বার্তাও দিয়েছেন।

নির্মাতা বলেন, ছাড়পত্র হাতে পেয়ে গেছি, আর কোনো আপত্তি নেই। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ জানিয়ে দেয়া হবে। তার আগে ধাপে ধাপে চলবে এর প্রচার। 

মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনা ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন তামিম হোসেন। ‘আদম’ এর ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান।’

ঐশী ও ইয়াশ রোহান ছাড়া ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন-  রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, আফফান মিতুল, অ্যালেন শুভ্রদের মতো তারকা অভিনেতারা।

জাগরণ/বিনোদন/ঢালিউড/এসএসকে