ঠাণ্ডায় জবুথবু দেশ, আসছে ২ শৈত্যপ্রবাহ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ০৭:২৬ পিএম ঠাণ্ডায় জবুথবু দেশ, আসছে ২ শৈত্যপ্রবাহ

পৌষের তিন দিন পেরিয়ে দেশে জেঁকে বসেছে শীত।

বুধবার (১৭ ডিসেম্বর) শীতের মাত্রা আগের চেয়ে বেড়েছে। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নামছে হুহু করে। ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে দেশ। দুয়েকদিনের মধ্যেই ২টি শৈত্যপ্রবাসহ আসছে বলে খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুয়েকদিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, শীতের এই সময়ে তাপমাত্রা কমে যেতে শুরু করে। এরই মধ্যে কমতে শুরুও করেছে।

তিনি বলেন, তাপমাত্রা কমে গিয়ে দেশের সব অঞ্চলে নয়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দুই একদিনের মধ্যেই শুরু হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলেও কিছুটা শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রা কমবে।

এসএমএম