কিশোরী স্থূল ও মাসিক অনিয়মিত হলে চিকিৎসায় দেরি নয়

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০৫:৫৬ পিএম কিশোরী স্থূল ও মাসিক অনিয়মিত হলে চিকিৎসায় দেরি নয়

কিশোরী স্থূল এবং তার মাসিক অনিয়মিত হলে চিকিৎসা নেয়া জরুরি বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস। তিনি বলেন, এই রোগটিকে আমরা পলিসিসটিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) বলি। এটা অ্যাডোলোসেন্ট হেলথ প্রবলেম। আমাদের কিশোরী মেয়েদের মাসিক শুরু হওয়ার সময় কারো কারো ক্ষেত্রে স্থূলতা দেখা দেয়। মুখে দাড়ির মতো ওঠে, মাসিক অনিয়মিত হয়। এটা ৯-১০ বছরের দিকে ঘটে থাকে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিএসএমএমইউ’র অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের উদ্যোগে শহীদ ডা. মিলন হলে এ সেমিনার হয়। 

এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। আয়োজক বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরএম/টিএফ