৪৮ ঘণ্টার আলটিমেটাম

বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের হুমকি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০২:৪৬ পিএম বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের হুমকি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিল ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের হুমকি দেয়া হয়েছে।   

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার (১৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের পাশপাশি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিও জানানো হয়েছে। 

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আহসান হাবীব হেলালসহ আরও দুজন উপাচার্যের সহকারীদের কাছে স্মারকলিপি দিয়ে চলে যান। পুরোপুরি নীরবতার মধ্য দিয়ে তারা স্মারকলিপি দেন।  এসময় উপাচার্য কনক কান্তি বড়ুয়া কক্ষে ছিলেন না।  সকাল থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ব্যস্ত ছিলেন।  

সহযোগী অধ্যাপক আহসান হাবীব হেলালসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকজন শিক্ষক ও চিকিৎসক এ আন্দোলনে একাত্ম হয়েছেন।   তারা সশরীরে আন্দোলনে অংশ নিয়েছেন।

এদিকে, রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনরত চিকিৎসকরা। দুপুর ২টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।  

আরএম/ এফসি