সোহরাওয়ার্দীতে ২০০ বেডের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ১০:২০ এএম সোহরাওয়ার্দীতে ২০০ বেডের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ বেডের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১১ আগস্ট) উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা এখন অপেক্ষাকৃত কম। আর কিছু কিছু জায়গায় বাড়লেও অল্প অল্প বাড়ছে। তারপরেও অতিরিক্ত সতর্কতা স্বরূপ এই ২০০ নতুন বেড উদ্বোধন করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ২ এর এক্সটেনশন হিসেবে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও রোগী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকেও ডেঙ্গু রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।

সোহরাওয়ার্দীর ২০০ বেডের ডেঙ্গু ওয়ার্ডে ১০০ বেডে পুরুষ ও ১০০ বেডে মহিলা ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব ইউছুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরএম/এমএইউ