ওয়ার্ডে ঝগড়া

হাসপাতালে নবজাতক রেখে পালালেন মা-বাবা

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০২:২০ পিএম হাসপাতালে নবজাতক রেখে পালালেন মা-বাবা

হাসপাতালে ঝগড়া করে সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতককে ফেলে রেখে পালালেন মা-বাবা। ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত শিশুটির অভিভাবকদের খুঁজে পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, ঢামেকে সদ্যভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ডের বেডে নবজাতক থাকলেও তার বাবা-মা নিখোঁজ হয়।

এদিকে রেখে যাওয়া নবজাতকটি নিতে অনেক বিত্তবান পরিবার হাসপাতালে ভিড় জমিয়েছেন। কেউ পরিচালক বরাবর, কেউবা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে ধর্ণা দিতে শুরু করেছেন।

এদিকে, হাসপাতালের ভর্তি তালিকায় দেখা যায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। ঠিকানায় লেখা রয়েছে মিরপুর-১।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর গণমাধ্যমে জানান, নবজাতক ও মা সুস্থ থাকার কারণে তাদের ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়। তবে  মা-বাবা নিখোঁজ হওয়ার পর নবজাতকটিকে ২১১ নম্বর ওয়ার্ডে (নবজাতক বিভাগ) স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি জানার পর আমরা ওয়ার্ড পরিদর্শন করেছি। ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, সন্ধ্যার দিকে নবজাতকটির বাবা-মার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তাদের আর পাওয়া যাচ্ছে না।

এইচ এম/একেএস

আরও সংবাদ