করোনাভাইরাসের নিরব বাহক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০৭:০৪ পিএম করোনাভাইরাসের নিরব বাহক
করোনাভাইরাসজনিত নিউমোনিয়ায় আক্রান্ত ফুসফুস ● বিবিসি বাংলা

কেউ করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হলে মোটামুটি দু’সপ্তাহের মধ্যে তার জ্বর, শুকনো কাশি, মাংসপেশীর ব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়।

যাদের দেহে এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা গেছে- তাদের থেকে এ রোগ অন্যের দেহে ছড়াতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে কোনও লক্ষণ দেখা যাচ্ছে না - তারা ঠিক কিভাবে সংক্রমণ ঘটাচ্ছে?

করোনাভাইরাসজনিত নিউমোনিয়ায় আক্রান্ত ফুসফুস
এমন অনেকে আছেন যারা প্রাপ্তবয়স্ক এবং করোনাভাইরাস বহন করছেন- কিন্তু তারা তা বুঝতে পারেন না, জানতেও পারেন না যে তাদের সংস্পর্শে এসে অন্যরা সংক্রমিত হচ্ছেন।

শিশুরাও করোনাভাইরাস বহন করতে পারে এবং প্রায়ই তাদের দেহে কোনও লক্ষণ দেখা যায় না।

হয়তো তারাও করোনাভাইরাস ছড়ানোয় একটা ভূমিকা রাখছে- কিন্তু বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চিত নন।

আপনি কি ‘করোনাভাইরাস-প্রুফ’ হতে পারেন

করোনাভাইরাসের বিভিন্ন ধরনের দেহকোষের ভেতরে ঢুকে পড়ার ক্ষমতা আছে।

প্রাথমিক জরিপে দেখা গেছে,  এর ফলে দেহে অ্যান্টিবডি তৈরি হয়।

কিন্তু প্রশ্ন হলো- তাতে কি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা অর্থাৎ যাকে বলে ইমিউনিটি- তা অর্জন করেন? করলেও তা কতদিনের জন্য?

বিজ্ঞানীরা এখনও এর উত্তর জানেন না। তাই কীভাবে এ ভাইরাস ছড়ায় তা বের করতে ব্যাপক আন্তর্জাতিক গবেষণা চলছে। বিবিসি বাংলা।

এসএমএম