‘বেসরকারি হাসপাতাল চিকিৎসা না দিলেই ব্যবস্থা’

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৬:৫৪ পিএম ‘বেসরকারি হাসপাতাল চিকিৎসা না দিলেই ব্যবস্থা’
গণমাধ্যমের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ● জাগরণ

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে খুব তাড়াতাড়ি করোনা টেস্টের সুবিধা সংযোজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় তিনি পিপিই পরিধান করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে রাখছে, তাদের লাইসেন্স দেয়ার শর্ত বিবেচনা করবে সরকার।

বেসরকারি হাসপাতালগুলো যেন করোনার চিকিৎসা করে এটা আমরা চাচ্ছি। যারা হাসপাতালে তালা মেরে রাখবে তাদের তালিকা করা হচ্ছে।

দেশে কোয়ারেন্টাইন আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় সরকারি হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, করোনা রোগীদের জন্য কুর্মিটোলায় ২৭টি ভেন্টিলেটর আছে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ করোনায় আক্রান্তের হার খুব বেশি বাড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিনিয়ত টেস্ট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে আরিচা ঘাট ও শুক্রবার জুমার নামাজে অনেক মানুষের উপস্থিতিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।

এসএমএম