কোভিড-১৯

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ লাখ রোগী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ০৪:৩৮ পিএম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ লাখ রোগী

কোভিড-১৯ গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ।

গত সাড়ে ৩ মাসে ভাইরাসটির কারণে সারা বিশ্বে ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে আশার খবর হলো— এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ মানুষ। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত ৩ লাখ ১ হাজার ১৩০ জন রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি রোগী সুস্থ হয়েছে চীনে, ৭৭ হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী সুস্থ হয়েছে স্পেনে ৪৩ হাজার ২০৮ জন এবং তৃতীয় সর্বোচ্চ সুস্থ হয়েছে জার্মানিতে ২৫ হাজার ২৮০ জন (৬ এপ্রিল)। 

বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ১৪১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৮২ হাজার ১১৯ জনের। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।

এসএমএম