মাস্ক পরিস্কারে ইউনিসেফের নির্দেশণা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০, ১২:৪৩ এএম মাস্ক পরিস্কারে ইউনিসেফের নির্দেশণা

করোনা মহামারিতে সংক্রমন থেকে বাঁচতে কাপড়ের মাস্ক ব্যবহারের পর কীভাবে পরিষ্কার করতে হবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশণা দিয়েছে ইউনিসেফ।

সম্প্রতি ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাপড়ের মাস্ক ব্যবহারের পর প্রতিদিন কমপক্ষে একবার গরম পানিতে (কমপক্ষে ৬০ ডিগ্রি সেলসিয়াস আঁচে) সাবান বা গুড়া সাবান ব্যবহার করে ধুয়ে নিতে হবে। 

হাতে ধোয়ার ক্ষেত্রে এ পদ্ধতি মানতে হবে। কিন্তু মেশিনে ধোয়ার ক্ষেত্রে কাপড়ের ধরন অনুযায়ী উপযুক্ত উষ্ণতার সেটিং ব্যবহার করতে হবে।

ধোয়ার পরে মাস্কটি পুনরায় পরার আগে ভালভাবে রোদে শুকানো উচিত। শুকনো  মাস্ক একটি পরিষ্কার ব্যাগে সংরক্ষণ করুন।