পাকস্থলী ক্যানসারে যে সংকেত আপনাকে সতর্ক করবে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২১, ১১:০৬ এএম পাকস্থলী ক্যানসারে যে সংকেত আপনাকে সতর্ক করবে

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ পাকস্থলী। সেখানেও ক্যানসার বাসা বাঁধে। প্রথম দিকে লক্ষণগুলো ছোটখাটো হওয়ায় অনেকেই তা আঁচ করতে পারেন না। তাই লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি। 

রোগটি সাধারণত ৬০ থেকে ৭৫ বছর বয়সী পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। আর নারীরা এই রোগে আক্রান্ত হন ৭৫ বা তার বেশি বয়সে।

প্রাথমিক পর্যায়ে পেটে টিউমারটি কোথায় রয়েছে তার ওপর নির্ভর করে ক্যানসারটির গভীরতা কতটা ছড়িয়েছে। তবে কয়েকটি লক্ষণ আপনাকে পাকস্থলীর ক্যানসারের দিকে সংকেত দেবে। যা টের পেলেই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।

  • মাথা ঘোরা এবং ক্লান্তি ভাব লাগবে। কিছুক্ষণ পর পর নিজেকে দুর্বল মনে হবে।
  • রক্তাল্পতা দেখা দেবে। দীর্ঘকাল পেট থেকে রক্ত ​​কমে যাওয়ায় এমনটা দেখা যাবে।
  • প্রস্রাবের গতি কমবে। কালো মল হবে।
  • ক্ষুধা কমে যাবে। খাবারে অনীহা আসবে। বিশেষত একটি শক্ত গন্ধযুক্ত খাবার, যেমন কফি বা ভেষজ এবং মসলা।
  • বমি বমি ভাব।
  • কখনো কখনো বমির সঙ্গে অল্প পরিমাণে রক্ত পড়বে।
  • ওপরের পেটে ব্যথা হবে।
  • হঠাৎ ওজন কমে যাবে।
  • ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হবে।
  • খাওয়ার পরে পেট ফুলে যাওয়ার প্রবণতা দেখা যাবে।


ডাক্তারের পরামর্শ কখন প্রয়োজন

ওপরের তালিকা থেকে এক বা একাধিক লক্ষণ শনাক্ত করতে পারছেন? যদি লক্ষণগুলো কয়েক সপ্তাহ অব্যাহত থাকে, তবে ডাক্তারের সঙ্গে দ্রুত দেখা করুন। আপনি মল বা বমি রক্ত ​​খেয়াল করুন। এর অস্বাভাবিকতা স্পষ্টতই একটি সতর্কতা সংকেত দিচ্ছে আপনাকে।