দেশে এখনই শিশুদের টিকা নয়

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৫৫ এএম দেশে এখনই শিশুদের  টিকা নয়

বাংলাদেশ সরকারের লক্ষ্য দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকার আওতায় আনার। এই লক্ষ্যকে সামনে রেখে ১৮ বছরের ঊর্ধ্ব মানুষদের টিকা কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা নিতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৩ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন, ১ কোটি ৯৬ লাখেরও কিছু বেশি। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার জন। ফলে এখন পর্যন্ত নিবন্ধন করেও টিকার আওতায় আসেন নি প্রায় দুই কোটি মানুষ।

এমন প্রেক্ষিতে সরকারের পরিকল্পনা করছে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকার আওতায় আনার। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ চেয়েছে বাংলাদেশ সরকার। তবে এখনই শিশুদের টিকা না দেবার পরামর্শ বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা সংক্রমণ কমার কথা বলা হলেও এখনও ঝুঁকি কমেনি বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জোর আহ্বান সরকারসহ বিশেষজ্ঞদের।

জাগরণ/এমএ