আরও ২৫ লক্ষাধিক ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১২:১৯ এএম আরও ২৫ লক্ষাধিক ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশ ও ফিলিপাইনে আরও ৮০ লক্ষাধিক ফাইজারের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশকে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা সরবরাহ করা হবে।

এই টিকাগুলো আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

শুক্রবার (১ অক্টোবর) হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে দাবি করেন ওই কর্মকর্তা। 

এই বছরের গোড়ার দিকে বিশ্বের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব সরবরাহ থেকে কমপক্ষে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদানের অঙ্গীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জাগরণ/এসএসকে