২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ১২:৪৬ এএম ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা
ফাইল ফটো

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, যা নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়ালো।

রোববার (১০ অক্টোবর) সর্বশেষ হিসাব অনুসারে গত একদিনে তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ বছর এখন পর্যন্ত মোট ২০ হাজার ১২৯ জন এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ হাজার ৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর প্রাণ হারিয়েছেন ৭৬ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৯৬৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৭৯৫ জনই ঢাকা মহানগরীর।

এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে অগাস্ট ও সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ১৫ হাজার ৫৩৯ জন। এ দুই মাসে মারা গেছেন ৫৭ জন।

নতুন আক্রান্ত হওয়া ২১১ জনের ১৬৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের বিভাগগুলোতে ভর্তি হয়েছেন বাকি ৪৭ জন।

গত মাস সেপ্টেম্বরে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে প্রাণ গেছে ২৩ জনের।

এর আগে অগাস্টজুড়ে ৭ হাজার ৬৯৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। 

জাগরণ/এমএ