১২-১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজার টিকা শতভাগ কার্যকর

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১১:৪৬ এএম ১২-১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজার টিকা শতভাগ কার্যকর
প্রতীকী ছবি

ফাইজার এবং বায়োএনটেকের পূর্ণডোজ টিকা নেয়ার চার মাস পরও ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে শতভাগ কার্যকরিতা পাওয়া গেছে বলে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি জানিয়েছে।

নতুন এ গবেষণায় দুই হাজার দুইশ' ২৮ জন কিশোর অংশ নেয়। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর তাদের ছয় মাস পর্যবেক্ষণে রাখা হয়। তাতে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি।

ফাইজারের প্রধান নির্বাহী বলেন, গণস্বাস্থ্য সংশ্লিষ্টরা বিশ্বে টিকা নেয়া মানুষের সংখ্যা বাড়াতে কাজ করছেন।

এ ফলাফল ফাইজার এবং বায়োএনটেকের প্রতি তাদের আস্থা বাড়াবে বলে আশা করছে তারা। কিশোরদের ক্ষেত্রে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। শিগগিরই পূর্ণ অনুমোদন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ফাইজারের প্রধান নির্বাহী।

গত মে মাসে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এরপর আগস্টে ১৬ বছরের বেশি বয়সীদের ওপর এ টিকা ব্যবহারের জন্য পূর্ণ অনুমোদন দেয়া হয়।

জাগরণ/এসএসকে