বিএসএমএমইউতে চালু হচ্ছে ৬৪ শয্যার জরুরি বিভাগ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৪:৫৯ পিএম বিএসএমএমইউতে চালু হচ্ছে ৬৪ শয্যার জরুরি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

 

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালে চালু হতে যাচ্ছে সাধারণ জরুরি বিভাগ। আগামী মার্চের প্রথম সপ্তাহে ৬৪ শয্যার এই জরুরি বিভাগ উদ্বোধন করার প্রস্তুতি গ্রহণ করেছে এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বুধবার (২০ ফেব্রুয়ারি) দৈনিক জাগরণকে বলেন, নার্স নিয়োগ প্রক্রিয়া শেষ প্রান্তে। তারা কাজে যোগদান করলেই উদ্বোধন করা হবে।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি এবং গাইনি বিভাগের জরুরি চিকিৎসা সেবা চালু আছে। প্রতিটি-ই যার যার বিভাগে অবস্থিত।

উদ্বোধনের অপেক্ষায় থাকা জরুরি বিভাগ চালু করা হলে ওই চার বিভাগের জরুরি বিভাগকে সেখানে নেয়া হবে। সেখানে ২৪ শয্যার অবজারভেশন শয্যাও থাকবে।

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, সাধারণ জরুরি বিভাগ চালু করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের পথে।

আরএম/বিএস