মুরসির মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৯:১৪ পিএম মুরসির মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক

 

আদালতে মৃত্যু বরণ করা মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আকস্মিক বিদায়ে শোকাহত পুরো মুসলিম বিশ্ব। শোকবার্তা দিয়ে থমকে গেছেন মুসলিম বিশ্বের নেতারা। তারই ধারাবাহিকতায় মুরসির মৃত্যুতে তিন দিন জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিলিস্তিনে। মঙ্গলবার (১৮ জুন) থেকে তিনদিন শোক পালন করছেন তারা। মঙ্গলবার (১৮ জুন)গাজা, পশ্চিমতীরসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

ফিলিস্তিন ইস্যুতে সর্বদাই পক্ষে ছিলেন মুরসি। ফিলিস্তিন ইস্যুতে সবসময় সোচ্চার ছিলেন মিসরের সাবেক এ প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের প্রতি এমন ভালোবাসার সঠিক প্রতিদানও দিয়েছে ফিলিস্তিন। সোমবার (১৭ জুন) রাতেই ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা।

এছাড়াও ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলনরত সংগঠন হামাস মুরসির মৃত্যুতে গাজা উপত্যকা ও ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে, ফিলিস্তিনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মুরসির অবিস্মরণীয় ও সাহসী পদক্ষেপের প্রশংসা করে।

সূত্র : আরব নিউজ

এসজেড