ইমরানের চিঠির জবাব দিলেন মোদী

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৫:৫৯ পিএম ইমরানের চিঠির জবাব দিলেন মোদী

ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে মোদী সরকারের প্রতি পাঠানো, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠির জবাব দিলো ভারত।

বৃহস্পতিবার (২০ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য ডন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী শুভ্রামন্যাম জয়শংকরের পক্ষ থেকে পাঠানো চিঠির মাধ্যমে পাক প্রধানমন্ত্রী ইমরানের ডাকে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত সরকার। 

এর আগে চলতি মাসের শুরুতে সপ্তদশ লোকসভা নির্বাচনে জয় লাভের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান ইমরান। একই সাথে তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের চলমান টানাপোড়েন নিরসনে আলোচনার আহ্বানও জানান। 

চিঠিতে ইমরান চলমান জম্মু-কাশ্মীর সংকট নিরসন ও নতুনভাবে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, সকল সংকট উতিরে এসে সামনে এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। দ্য ডন

খবরের তথ্য মতে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও এক চিঠির মাধ্যমে ভারতের নব নির্বাচিত প্রেসিডেন্ট শুভ্রামন্যাম জয়শংকরকে ক্ষমতা গ্রহণের পর অভিনন্দন জানান।

এসকে