বাবার পরিণতি মুরসির মতো হবে না : মরিয়ম নওয়াজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ১১:৫৫ এএম বাবার পরিণতি মুরসির মতো হবে না :  মরিয়ম নওয়াজ

মোহাম্মদ মুরসির মতো পরিণতি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের হতে দেওয়া হবে না। হুঁশিয়ারি দিয়ে এমন দাবি করেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। শনিবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, ‌‘কারাগারে পর্যাপ্ত স্বাস্থ্যসেবার ব্যবস্থা না থাকায় বাবার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই অবিলম্বে বাবাকে যথাযথ স্বাস্থ্য সেবা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষ বরাবর জোর দাবি জানাচ্ছি।’

এর আগে গত ১৭ জুন হাজিরা দেওয়ার জন্য আদালতে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুতের পর দীর্ঘদিন মিসরীয় কারাগারে বন্দি ছিলেন প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্ট। যদিও গত ৭ মে আদালতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার জীবন অনেকটাই হুমকির মুখে।’ আর এ ঘটনার কয়েক দিন পরেই আচমকা মুরসির মৃত্যু হয়।

এ দিকে লাহোরে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, ‘নওয়াজ শরীফের শারীরিক অবস্থা ভালো না। কারাগারে থাকা চিকিৎসকরা পর্যন্ত এখনো জানেন না যে; এই সপ্তাহে তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল। এর পরও এখন পর্যন্ত তার কোনো চিকিৎসা করা হচ্ছে না।’

এর আগে পাকিস্তানে দুর্নীতির দায়ে লাহোরের কোট লাখপাত জেলে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন বর্তমানে ৬৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মরিয়মের অভিযোগ, নওয়াজ শরীফের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির চিকিৎসায় কোনো ধরনের গুরুত্ব দিচ্ছেন না চিকিৎসকরা।

নওয়াজ কন্যা বলেছেন, ‘বাবার শারীরিক অবস্থার এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ তুলে ধরা হয়েছে। যেখানে হার্ট অ্যাটাকের কারণে তার রক্তে ত্রোপোনিনের উপস্থিতি অনেক বেশি মাত্রায় পাওয়া গেছে। আমরা তিনবারের সফল প্রধানমন্ত্রীকে মুরসির পরিণতি বরণ করতে দিতে পারি না। এটা মিসর না পাকিস্তান; আর তিনিও মোহাম্মদ মুরসি নন।’

চিকিৎসায় গাফিলতি হচ্ছে উল্লেখ করে মরিয়ম নওয়াজ বলেন, 'এমন নয় যে উনার ভালো চিকিৎসা সম্ভব নয়, আসলে কর্তব্যরত চিকিৎসকরা বিষয়টিকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। যার জন্য আমরা আদালতের কাছে বারংবার আবেদন করেছি যেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার (২০ জুন) নওয়াজ শরীফকে উন্নত চিকিৎসার জন্য জামিন দিয়ে বিদেশ পাঠানোর বিষয়ে মেয়ে মরিয়মের আবেদন খারিজ করে দেন পাকিস্তানি আদালত।

সূত্র : দ্য ডন

এসজেড