নরকের দাবদাহে পুড়তে চলেছে গোটা ইউরোপ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ১১:৩৬ এএম নরকের দাবদাহে পুড়তে চলেছে গোটা ইউরোপ

চলতি গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা বৃদ্ধিতে সর্বকালের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা ইউরোপ জুড়ে। জুলাই-আগস্ট মাসের শেষ নাগাদ ইউরোপের শীতপ্রধান দেশগুলো পুড়তে চলেছে নরকের দাবদাহে। আর এ বিষয়ে এরইমধ্যে সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা।

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা গার্ডিয়ানের প্রকাশিত সংবাদে জানা যায়, আগামী সপ্তাহের ইউরোপের ফ্রান্স, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশগুলোর উপর দিয়ে গ্রীষ্মের তাপপ্রবাহ বয়ে যাবে। আর এতে করে তাপমাত্রা বৃদ্ধির মাত্রা ছাড়িয়ে যেতে পারে অতীতের সব রেকর্ড।

ফ্রান্সের আবহাওয়াবিদরা বলছেন, এবারের গ্রীষ্মের দাবদাহে ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রীতে পৌছানোর সম্ভাবনা রয়েছে। দেশটির আগামী সপ্তাহের পূর্বাভাস ঘোষনা কালে আবহাওয়া বিশেষজ্ঞ গুইলোমে ওজনিকা এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'রেকর্ড অনুসারে ২০০৩ সালে উত্তর ফ্রান্সের তাপমাত্রা ৪৪.১ ডিগ্রী সে. পর্যন্ত পৌঁছে ছিলো যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তবে আসন্ন দাবদাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের গড় তাপমাত্রা ৪৪ বা ৪৫.১ ডিগ্রী সে. পর্যন্ত চড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'

জানা যায়, এরইমধ্যে আসন্ন নরকের দাবদাহ মোকাবিলায় তৎপর হয়ে ওঠেছে ইউরোপের দেশগুলো। অপরদিকে বিশেষজ্ঞরা মনে করছেন শিল্প প্রধান রাষ্ট্রগুলোই বিশ্ব জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি দায়ি, এবার প্রকৃতি তার পাওনা মেটাতে প্রস্তুতি নিচ্ছে।