তিউনিসিয়ায় নৌকাডুবি, ৮০ জনের প্রাণহানির আশঙ্কা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৯:৪০ এএম তিউনিসিয়ায় নৌকাডুবি, ৮০ জনের প্রাণহানির আশঙ্কা

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার সমুদ্র উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির জার্জিস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই নৌকা থেকে চার আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। জীবিত তিনজন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

উদ্ধার তিন নাগরিক জানান, তারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।

গত ১০ মে তিউনিসিয়া উপকূলে অপর এক নৌকাডুবিতে অন্তত ৬৫ জন অভিবাসীর মৃত্যু হয়। লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৭৫ আরোহী নিয়ে রওনা দেয় একটি বড় নৌকা। ভূমধ্যসাগরে আরেকটি ছোট নৌকায় তাদের তোলার কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়। তিউনিস রেডক্রিসেন্ট জানায়, ওই নৌকার আরোহীদের মধ্যে ৫১জন বাংলাদেশি ছিল। 

বিএস