শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৮:২০ পিএম শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

 

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১। মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ বালিতে কম্পনটি অনুভূত হয়।

গণমাধ্যম 'সিএনএ' এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে বাড়ি ও বহুতল ভবন থেকে সড়কে নেমে আসেন পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা। যদিও এতে এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা এবং বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দিকে স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইএমএসজি) তথ্য মতে, শক্তিশালী এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল দেনপাসার থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে। অপর দিকে মার্কিন জিওলজিক্যাল সার্ভের রেকর্ডে বলা হয়, এ দিন প্রাথমিকভাবে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড হয় ৫ দশমিক ৭। যে কারণে এতে কোনো সুনামির সতর্কতা নেই।

সূত্র : সিএনএন

এসজেড