পরপর দুবার ধরাশায়ী বরিস জনসন

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ১১:২১ এএম পরপর দুবার ধরাশায়ী বরিস জনসন
ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসন -ছবি : এএফপি

‘ব্রিটিশ পার্লামেন্টে আগাম নির্বাচনের ডাক​’​​​​​​

যু্ক্তরাজ্যের পার্লামেন্টে আগাম নির্বাচনের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের আনা বিল প্রত্যাখ্যান করেছেন এমপিরা। প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট না পাওয়ায়, বিলটি অনুমোদন দেয়নি ব্রিটিশ পার্লামেন্টে।

বুধবার (৪ সেপ্টেম্বর) একইদিনে পরপর দুবার হাউজ অব কমন্সে পরাজয়ের সম্মুখীন হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে চুক্তিবিহীন ব্রেক্সিট কার্যকরে বাধা দেয়ার লক্ষ্যে একটি বিল পাশ হয় পার্লামেন্টে। বিলটির পক্ষে ৩২৭ ভোট আর বিপক্ষে পড়ে ২৯৯ ভোট। এরপরই আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ নির্বাচন চেয়ে একটি বিল আনেন বরিস জনসন। 

চুক্তিবিহীন ব্রেক্সিট কার্যকর করতে প্রধানমন্ত্রী ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ করেছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

এসএমএম