লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করলো আইএস

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ১২:২৯ পিএম লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করলো আইএস

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে গত শুক্রবার ছুরি নিয়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। খবর দ্য গার্ডিয়ানের 

তারা বলছে, হামলাকারী উসমান খান (২৮) আইএসের পক্ষ থেকে ওই হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। 

আইএসের নিজস্ব সংবাদ সংস্থা আমাকের মাধ্যমে গতকাল শনিবার এ দায় স্বীকার করে। 

আইএসের দাবি, যে ব্যক্তি লন্ডন ব্রিজে হামলা চালিয়েছে, সে আইএসের একজন যোদ্ধা ছিল। আইএসের বিরুদ্ধে যেসব দেশ জোট করেছে, তাদের নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলার ঘটনায় একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

এ ছাড়া ওই সময় পুলিশের গুলিতে নিহত হয় ওই হামলাকারী। হামলার সময় ওই হামলাকারী ভুয়া বিস্ফোরক ডিভাইস পরা অবস্থায় ছিল।

অন্যদিকে লন্ডনের মেয়র সাদিক খানও তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

বিএস