হামলাকারী সৌদি নাগরিক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না: আব্দুল আজিজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০২:১৬ পিএম হামলাকারী সৌদি নাগরিক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না: আব্দুল আজিজ
বাঁ থেকে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ- ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৌঘাঁটিতে শুক্রবার (৬ ডিসেম্বর) মোহাম্মদ সায়েদ আলসহামরানি নামের এক সৌদি সেনার গুলিতে তিন সেনা সদস্য নিহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে দু'দেশের সম্পর্ক যাতে ব্যাহত না হয় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছেন তিনি।

এ ঘটনার পরপরই সৌদি বাদশাহ এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। ওই হামলাকারী সৌদি আরবের নাগরিক হলেও এদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না।

এ দিকে এক টুইটার বার্তায় ট্রাম্প জানিয়েছেন, 'ফ্লোরিডার নৌঘাঁটিতে নিহত ও আহত সেনাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাতে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। বন্দুকধারীর বর্বরোচিত কর্মকাণ্ডে সৌদি জনগণ চরমভাবে ক্ষুব্ধ বলে জানিয়েছেন তিনি। বাদশাহ আব্দুল আজিজ আমাকে আরও বলেছেন যে, এই ব্যক্তি সৌদি আরবের জনগণের অনুভূতির প্রতিনিধিত্ব করে না।'

এসকে