কভিডে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৯:১৫ এএম কভিডে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো
ফাইল ছবি

কভিড নাইন্টিনে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৫ জন। এরমধ্যে শুধু চীনেই প্রাণ গেছে ২ হাজার জনের। আক্রান্ত ৭৫ হাজারের বেশি।

চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন করে আক্রান্ত কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। মঙ্গলবারই (১৮ ফেব্রুয়ারি) এই প্রদেশে ১৩২ জনের মৃত্যু হয়েছে, যা একদিন আগেও ছিল ৯৩ জন।

এর আগে নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও এখনই ভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনও ইঙ্গিত মেলেনি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংক্রমণ রোধে চীনা নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে এই পদক্ষেপ। আগামী মাসে রোমানিয়ায় হতে যাওয়ায় টেনিস টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে চীন।

বাংলাদেশের মূল ভূখণ্ডে এখনও কেউ কভিডে আক্রান্ত হননি। তবে সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে ৫ জন কবলে পড়েছেন। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা সবাই স্লেটার অ্যারোস্পেস হাইটস কনস্ট্রাকশন সাইটের কর্মী।

এসএমএম