সারবমতী আশ্রমে চরকা কেটে গান্ধীকে শ্রদ্ধা ট্রাম্পের

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০১:২৯ পিএম সারবমতী আশ্রমে চরকা কেটে গান্ধীকে শ্রদ্ধা ট্রাম্পের
সাবরমতী আশ্রমে চরকা কাটলেন সস্ত্রীক ট্রাম্প ● টুইটার (আনন্দবাজার)

নির্ধারিত সময়েই ভারতে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ১১ টা ৪০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নেমেই মোদীকে আলিঙ্গন করেন ট্রাম্প। এর পরই সপরিবারে ট্রাম্প রওনা দেন সাবরমতী আশ্রমের উদ্দেশে। সঙ্গে ছিল মোদীর কনভয়ও।

ভারতে আসার আগে থেকে একের পর এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন, আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে।

সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহেমদাবাদে পৌঁছান। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন তিনি। এ দিন সকালেই ট্রাম্পের উদ্দেশে মোদী টুইট করেন, অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। তারপরই পাল্টা হিন্দিতে টুইট করে সকলকে চমকে দিয়েছেন ট্রাম্প। 

• সাবরমতী আশ্রম ছেড়ে মোতেরা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছে ট্রাম্প-মোদীর কনভয়।
• আশ্রমের ভিজিটর্স বুক-এ নিজের মন্তব্য লিখলেন ট্রাম্প।
• সাবরমতী আশ্রমে চরকা কাটলেন সস্ত্রীক ট্রাম্প।
• সস্ত্রীক ট্রাম্পকে সাবরমতী আশ্রমের হৃদয়কুঞ্জ ঘুরিয়ে দেখালেন মোদী। 
• গাঁধীজির ছবিতে মাল্যদান করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী।
• সাবরমতী আশ্রমে ট্রাম্প ও মেলানিয়াকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানা হয়।
• ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কারও হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। কারও হাতে ভারতের পতাকা।
• বিমানবন্দর থেকে সাবরমতী আশ্রম পর্যন্ত ৮ কিলোমিটার পথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। 
• ট্রাম্পের সঙ্গে রয়েছেন ১০০ জনের প্রতিনিধি দল।
• সাবরমতী আশ্রমের পথে ট্রাম্প-মোদীর কনভয়।
• বিমানবন্দর ছেড়ে বেরিয়ে গেলেন সপরিবার ট্রাম্প।
• ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া  বিমানবন্দরে নামতেই নাচ-গানে এবং শঙ্খ বাজিয়ে ভারতীয় রীতিতে স্বাগত জানানো হয় তাদের।
• মোতেরায় পৌঁছেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ।
• ট্রাম্পের হিন্দি টুইটের প্রেক্ষিতে মোদী পাল্টা টুইট করে বলেন, ‘অতিথি দেব ভব।’

মার্কিন প্রেসিডেন্টের সফরকে স্মরণীয় করে রাখতে খামতির কোনও জায়গা রাখছে না ভারত। তা সে নিরাপত্তা হোক বা তার থাকার ব্যবস্থা— সব দিক থেকে লক্ষ্যণীয় ব্যবস্থা করা হয়েছে। সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে আহমেদাবাদ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত কয়েক দিনে সেজে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এই দীর্ঘ পথে নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আহমেদাবাদ শহরটিকে। ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছে মার্কিন সিক্রেট সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।

এসএমএম