কোভিড ছড়াল আরও ৪ দেশে

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৩:৪৮ পিএম কোভিড ছড়াল আরও ৪ দেশে

গত ২৪ ঘণ্টায় নতুন করে মরণঘাতী কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছে আফগানিস্তান, বাহরাইন, ওমান ও ইরাক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, কোভিডে আক্রান্ত সিঙ্গাপুরে ৫ ও আবুধাবিতে ১ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত।

দেশে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কেউই কোভিডে আক্রান্ত নন। তবে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কোভিড প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।   

কোভিডে আক্রান্ত কোনও দেশে অত্যাবশ্যকীয় ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বনের পরামর্শ আইইডিসিআরের।

সংবাদ সম্মেলনে জানান হয়, কোভিডে আক্রান্ত দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সবসময় খোঁজ রাখা হচ্ছে। সব দেশের দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে।

এসএমএম