সোনার খনির পর খোঁজ মিলল সোনার মোহরের

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৭:১১ পিএম সোনার খনির পর খোঁজ মিলল সোনার মোহরের
পাত্র ভরা সোনার মোহর ● এনডিটিভিবাংলা

ফের সোনার হদিস মিলল। সোনার খনির পর এবার পাওয়া গেল সোনার মুদ্রা বা মোহর। ভারতের জাতিরুভানাইকাভালের জম্বুকেশ্বর মন্দিরের কাছে খনন কার্যের সময় একটি পাত্রে মিলেছে ১ দশমিক ৭১৬ কিলোগ্রাম ওজনের ৫০৫টি সোনার মুদ্রা।

মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভিবাংলা জানায়, আবিষ্কৃত মুদ্রাগুলোর ৫০৪ টি ছোট। একটিই বড় এবং তার পিঠে আরবি হরফ খোদাই করা আছে। যা দেখে অনুমান, খ্রিস্টপূর্ব ১ হাজার থেকে ১২শ শতকের পুরানো এই মুদ্রা।

কর্তৃপক্ষ জানায়, মুদ্রা সমেত পাত্রটি মাটির প্রায় সাত ফুট নিচে পাওয়া গেছে। আপাতত পাত্র সমেত স্বর্ণমুদ্রা তুলে দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের হাতে। পাত্র এবং মুদ্রাগুলো কোন সময়ের? জানতে ডাকা হয়েছে প্রত্নতাত্ত্বিকদের।

এসএমএম