যুক্তরাষ্ট্রে আরও ৬ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০২:৫৭ পিএম যুক্তরাষ্ট্রে আরও ৬ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের মৃত্যু
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৯৫৩ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ৬ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্কে ২৬ জনসহ দেশটিতে মারা গেলেন মোট ৩০ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৬৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজারেরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে নিউ ইয়র্কে।

আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৪’শ এর বেশি মানুষের অবস্থা আশঙ্কাজন। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

এসএমএম