‘করোনাভাইরাস’ শব্দ উচ্চারণ করলেই জেল-জরিমানা’

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ০৩:২০ পিএম ‘করোনাভাইরাস’ শব্দ উচ্চারণ করলেই জেল-জরিমানা’
গুরবাঙ্গুলি বেরদিমূখমাদভ

দেশের গণমাধ্যমে করোনাভাইরাস শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কেমেনিস্তান সরকার। ওয়াশিংটন পোস্ট।

রিপোর্টার্স উইদাউট বর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, স্কুল, হাসপাতাল ও কর্মক্ষেত্রে করোনাভাইরাস শব্দটি ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এর ফলে সরকারি হিসেব মতে দেশটিতে কোনও করোনা আক্রান্ত রোগী নেই।

তারা জানায়, মাস্ক পরিহিত লোক এবং যারাই প্রকাশ্যে করোনাভাইরাস নিয়ে কথা বলছেন তাদের তাৎক্ষণিক গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে তুর্কেমেনিস্তান পুলিশকে। সেইসাথে দেশটির কোন গণমাধ্যম বা সরকারি নথিতেও করোনাভাইরাস শব্দটির উল্লেখে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাবেক সোভিয়েত শাসিত তুর্কমেনিস্তানে ২০০৬ সাল থেকে রাষ্ট্রপতি গুরবাঙ্গুলি বেরদিমূখমাদভের একনায়কতন্ত্র শাসন চলছে। ফলে দেশটিতে সরকারের নির্দেশনার বাইরে কিছু বলা যায়না। যমুনাটিভি। 

এসএমএম