গণকবর খুঁড়ছে ইউক্রেন

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৩:৩৫ পিএম গণকবর খুঁড়ছে ইউক্রেন
গণকবর খোঁড়া হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহরে ● ইন্টারনেট

করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার কঠিন এই সময়ে আগে থেকেই গণকবর খোঁড়া শুরু করেছে ইউক্রেন।

ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট জানায়, সরকারের সহায়তায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে খোঁড়া হয়েছে এসব গণকবর।

কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল ৬০০টির মত গণকবর খোঁড়া হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহরে। মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে।

শহরটির কর্তৃপক্ষ বলছে, করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। এছাড়া এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষকে কোয়ারেন্টাইনের বিষয়ে সচেতন করতে চান।

ইউক্রেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। মারা গেছেন ৩২ জন।

জেডএইচ/এসএমএম