নিউ ইয়র্ক যেন মৃত্যুনগরী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ০১:৩৩ পিএম নিউ ইয়র্ক যেন মৃত্যুনগরী
নিউ ইয়র্ক

কোভিড-১৯ এ অদ্ভুত এক আঁধার নেমেছে বিশ্বে। প্রাণহানি ছাড়িয়েছে ৮২ হাজার। আক্রান্ত ১৪ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। নিউ ইয়র্কে যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। একদিনে সর্বোচ্চ আটশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটি নিউ ইয়র্কে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজারে। আক্রান্তের সংখ্যা তিন লাখ ৯৮ হাজারের বেশি। যার মধ্যে শুধু নিউ ইয়র্কেই রয়েছে ১ লাখ ৪০ হাজার।

কারাগারে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বন্দির মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়েছেন।

সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত নিউ ইয়র্কের কারাগার থাকা ২৮৬ বন্দি ও ৩৩১ কারা কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মাইকেল টাইসন (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গভর্নর অ্যান্ড্রিউ কৌমো জানান, যুক্তরাষ্ট্রে করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে নিউ ইয়র্ক।

নিউ ইয়র্কে টানা দুই দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা নিম্নগামী হওয়ার পর মঙ্গলবার (৭ এপ্রিল) ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হলো।

গভর্নর জানান, টানা তিন দিন গড় আক্রান্তের সংখ্যা কমছে।

জনগণকে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সতর্ক করে গভর্নর বলেন, আমাদের দৃঢ়ভাবে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। এর ওপরই নিজেদের বেঁচে থাকা নির্ভর করছে।

ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পর চতুর্থ দেশ হিসেবে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে।

করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি এমন অভিযোগ করে সংস্থাটিকে দেয়া তহবিল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় দিনের মতো হাসপাতালের আইসিইউতে থাকা দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

ইতালিতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৬০৪ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। তুরস্কে প্রাণহানি  ছাড়িয়েছে ৭০০। কানাডায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৪৫ জনে। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ।

এসএমএম