সংসদে তাণ্ডব, লাইনচ্যুত নেপালের গণতন্ত্র

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ০২:৪৪ পিএম সংসদে তাণ্ডব, লাইনচ্যুত নেপালের গণতন্ত্র
নেপালের সংসদের দৃশ্যই বলছে গণতন্ত্র আর রাষ্ট্র ব্যবস্থার ভেতরের সত্য - রয়টার্স

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার রাজ্য ব্যবস্থাকে অচল করে দিয়েছে বলে জানিয়েছেন এক বিশ্লেষক। সম্প্রতি তার লেখা একটি মতামতে এমন মন্তব্য করেন তিনি। 

স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টে লেখা মতামতে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক অচ্যুত ওয়াগল লিখেছেন, করোনা মহামারির দুর্ভোগ ছাড়াও নেপাল দুর্বল রাজনৈতিক প্রবাহের কবলে পড়েছে। ক্রমেই বাড়ছে সংকট আর বিভ্রান্তি।

ওয়াগল বলেন, ভাইরাসটি এরইমধ্যে নেপালি জনগোষ্ঠীর মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সরকার পর্যাপ্ত পরীক্ষা ও কিট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতির জন্য সরকারের উদাসীনতা ও সময় মতো ব্যবস্থা না নেওয়াই একমাত্র দায়ী।

ওয়াগল বিশ্বাস করেন, নেপালের প্রধানমন্ত্রী অলি তার পদ ধরে রাখতে সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করছেন।

তার মতে, নেপালের সংবিধান কোমাতে রয়েছে। কারণ শুরু থেকেই গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সেন্সর করা করা হয়েছে।

এসকে