দুর্নীতিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২০, ০৪:০৩ পিএম দুর্নীতিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত

দুর্নীতির ৭টি অভিযোগের সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ আদেশ দেন কুয়ালালামপুর হাইকোর্ট।

 
হাইকোর্টে বলা হয়, সীমাহীন দুর্নীতি করেছেন নাজিব রাজাক। এসআরসি ইন্টারন্যাশনাল থেকে প্রায় এক কোটি মার্কিন ডলার নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেন তিনি। লাভের বিনিময়ে, সাবেক এক অর্থমন্ত্রীকে বড় অংকের ঋণের অনুমোদনও দেন।

আদালতে অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত যুক্তি-প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন, নাজিবের আইনজীবীরা।

ক্ষমতার অপব্যবহার করে দেশটির রাষ্ট্রীয় তহবিল থেকে বড় অংকের অর্থ আত্মসাত ও দুর্নীতির প্রায় অর্ধশতাধিক অভিযোগ রয়েছে। মামলা রয়েছে, আরও ৪টি।
এম

আরও সংবাদ