যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ১২:৫৬ পিএম যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে সোমবার থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।  

শুক্রবারের এক সংবাদ সম্মেলনে নতুন এই বিধিমালা ও নিষেধাজ্ঞার ঘোষণা দেন বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

জনসন বলেন, “একদিকে করোনার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে। অন্যদিকে বাইরের বিভিন্ন দেশ থেকে করোনার নতুন ধরন যুক্তরাজ্যে প্রবেশের ঝুঁকি বাড়াচ্ছে। তাই করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।”

নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যের সব প্রবেশপথ বন্ধ থাকবে। অন্য দেশ থেকে যুক্তরাজ্যে ঢুকতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। এছাড়া প্রবেশের পর ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে ব্রাজিলে করোনার নতুন ধরন চিহ্নিত হয়। সেই সময় শুধু দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়। 

দেশটিতে শুক্রবারে নতুন করে ৫৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ অক্সফোর্ড বা ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন।