সিনেট থেকে কমলার ইস্তফা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ১০:৩৩ এএম সিনেট থেকে কমলার ইস্তফা

মার্কিন ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে সিনেটের পদ থেকে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন। এর মাধ্যমে তিনি এই পদে ৪ বছরের ক্যারিয়ার শেষ করলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৮ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কাছে কমলা হ্যারিস পদত্যাগ পত্র জমা দেন।

পদত্যাগের পর এক খোলা চিঠিতে কমলা লিখেছেন, ‘আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল। এটা শেষ নয়, এটা শুরু। সিনেটের সভাপতি হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নিতে আমি সিনেট থেকে পদত্যাগ করছি।’

বাইডেনের ডেপুটি আরো বলেন, “ভাইস-প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডালে ২০০২ সালে একবার বক্তৃতায় বলেছিলেন— আমাদের সরকারের উপ-রাষ্ট্রপতিই একমাত্র কার্যালয় যা কার্যনির্বাহী শাখা এবং আইনসভা উভয় শাখারই অন্তর্ভুক্ত। সিনেটে সমান সংখ্যক ডেমোক্র্যাট এবং রিপাবলিকানকে নিয়ে এই দায়িত্ব বৃহত্তর করা হয়েছে।”

সিনেটে কমলার স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।